অদ্য ৯ মার্চ, ২০২৫ খ্রি. তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নম্বর ১৩৭০৫/২০২২ বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজার এর অফিস আদেশ মোতাবেক উপজেলা প্রশাসন, জুড়ি ও পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এর যৌথ উদ্যোগে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ভোয়াই নামক স্থানে অবস্থিত মেসার্স এমকো ব্রিকস নামীয় ইটভাটায় জেলা প্রশাসকের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তর এর ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানে এক্সক্যাভেটর দ্বারা তৈরি ইট ও দেয়ালসহ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। উক্ত উচ্ছেদ অভিযানে নেতৃত্ব প্রদান করেন জনাব বাবলু সূত্রধর, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুড়ি। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন জনাব মোঃ রিয়াজুল ইসলাম, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন জুড়ি থানার পুলিশ সদস্যবৃন্ধ। এছাড়া, পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার ও উপজেলা প্রশাসন, জুড়ি এর কর্মচারীবৃন্ধরা উক্ত উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস