২৬/০৪/২০২৩ তারিখে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস, ২০২৩ উপলক্ষে মৌলভীবাজার জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সকাল ১১;০০ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিস্তারিত
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস, ২০২৩ উপলক্ষে মৌলভীবাজার জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সকাল ১১;০০ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। সভায় সভাপতিত্ব করেন জনাব প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: জাকারিয়া, পুলিশ সুপার, মৌলভীবাজার ও ডা.চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, সিভিল সার্জন, মৌলভীবাজার এবং পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: মাঈদুল ইসলাম। উক্ত আলোচনা সভায় মৌলভীবাজার জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্মার্ট বাংলাদেশের সকল কর্মকর্তা-কর্ম চারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শব্দ দূষণের বিভিন্ন উৎস, কারণ, মানব স্বাস্থ্যের জন্য এর ক্ষতিকর প্রভাব, শব্দ দূষণ কমানোর ক্ষেত্রে নিজ নিজ অবস্থানে থেকে অবদান রাখার বিষয়ে সকলকে সচেতনতামূলক বক্তব্য প্রদান, আলোচনা এবং ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।