পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো; মাঈদুল ইসলাম মহোদয়ের উদ্যোগে ও জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহযোগিতায় দুপুর ৩:০০ ঘটিকায় মৌলভীবাজার সদর উপজেলার শ্রীমঙ্গল রোডস্থ রহমান সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। শব্দদূষণবিরোধী উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ৮টি মামলা দায়েরসহ ৮,০০০/- টাকা জরিমানা আদায় ও ১৩ টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়। মোবাইল কোর্টে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাওন মজুমদার সুমন এবং সৈয়দ সাফকাত আলী। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো: রিয়াজুল ইসলাম। এসময় রাস্তায় চলাচলরত যানবাহনে ড্রাইভার ও জনগণের মধ্যে শব্দদূষণের কুফল সংক্রান্ত লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস