বিশ্ব পরিবেশ দিবস, ২০২৫ উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার এর উদ্যোগে এবং জেলা শিক্ষা অফিস, মৌলভীবাজার এর সহযোগিতায় অদ্য ২৩/০৪/২০২৫ খ্রি. তারিখে বিকাল ৩.৩০ থেকে ৪.৩০ ঘটিকা পর্যন্ত মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল- “কুরআন ও হাদীসের আলোকে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় বৃক্ষের গুরুত্ব, বন, বন্যপ্রাণী, পাহাড়-টিলার গুরুত্ব এবং জীববৈচিত্র সংরক্ষণ।” উক্ত প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলার বিভিন্ন মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উক্ত রচনা প্রতিযোগিতায় পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাঈদুল ইসলাম এবং মৌলভীবাজার জেলার জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ ফজলুর রহমান উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস