০৫/০১/২০২৩ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার পরিবেশগত ছাড়পত্র/নবায়নের শর্ত ভঙ্গ করে ইটভাটা পরিচালনার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা-৭ এর আলোকে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় এর মাননীয় পরিচালক মহোদয় জনাব মোহাম্মদ এমরান হোসেন কর্তৃক মৌলভীবাজার জেলার ৮টি ইটভাটাকে (মেসার্স রূপসী ব্রিক্স, সাং: মুবারকপুর, পোস্ট: লংলাচাবাগান, কুলাউড়া, মৌলভীবাজার; মেসার্স তিতাস ব্রিক্স, গ্রাম: গাজীপুর, পোস্ট: কুলাউড়া, কুলাউড়া, মৌলভীবাজার; মেসার্স শাপলা ব্রিক ফিল্ড, গ্রাম: দক্ষিণ ভোয়াই, পোস্ট: রংগীরকুল, কুলাউড়া, মৌলভীবাজার; মেসার্স কলিম উল্লাহ ব্রিকস, লহরাজপুর, টিলাগাঁও, কুলাউড়া, মৌলভীবাজার; মেসার্স রাজ ব্রিক্স, সাং- পৃত্থিমপাশা, পো: কর্মধা, উপজেলা-কুলাউড়া, মৌলভীবাজার; মেসার্স উস্তোয়ার ব্রিকস লিমিটেড, বারইগাঁও, পোস্ট: মনু, কুলাউড়া, মৌলভীবাজার; মেসার্স মনু ব্রিকস, কটারকোনা, মনু, কুলাউড়া, মৌলভীবাজার এবং মেঘনা ব্রিকস (এমআর ব্রিক কোং লি), গ্রাম: বেলাগাঁও, পোস্ট: কুলাউড়া, মৌলভীবাজার) ৫০,০০০ টাকা করে সর্বমোট ৪,০০,০০০/- টাকা ক্ষতিপূরণ আরোপসহ আদায় করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস