১১/১০/২০২২ খ্রি. তারিখ পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়, পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে ও RAB-9, শ্রীমঙ্গল ও বিআরটিএ, মৌলভীবাজারের সহযোগিতায় মৌলভীবাজার-শ্রীমঙ্গল রোডস্থ (রহমান সিএনজি পাম্প সংলগ্ন) এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় এর পরিচালক জনাব মোহাম্মদ এমরান হোসেন উপস্থিত ছিলেন। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: মাঈদুল ইসলাম এবং মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: আলমগীর। উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) ও শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ ভঙ্গ করে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে হানিফ পরিবহন, শ্যমলী পরিবহন ও হবিগঞ্জ এক্সপ্রেসসহ সর্বমোট ১২টি পরিবহনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৯,৫০০ টাকা জরিমানা ধার্য্য ও আদায় করা হয় এবং প্রায় ৫০টি পরিবহন হতে হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এছাড়া শব্দ দূষণ রোধে জনগণের মাঝে পরিবেশ ও শব্দ সচেতনতার লিফলেট বিতরণ করা হয়। শব্দ দূষণের কারণে পরিবেশ ও প্রতিবেশ তথা মানবদেহের উপর যে মারাত্মক ক্ষতি সাধিত হয়, তা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস