অদ্য ১১/১০/২০২২ খ্রি. তারিখে মৌলভীবাজার জেলা সার্কিট হাউজ এর সভাকক্ষে পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার এবং ইকিউিএমএস কনসালটিং লিমিটেড ও ক্যাপস এর সহযোগিতায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় সচেতনতামূলক একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মীর নাহিদ আহসান, জেলা প্রশাসক, মৌলভীবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব মোহাম্মদ এমরান হোসেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ জাহিদ আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা)। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার, বিভিন্ন দপ্তরের অফিস প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস