বিশ্ব পরিবেশ দিবস, ২০২৫ উপলক্ষে আগামী ২৩ এপ্রিল, ২০২৫, বুধবার, বিকাল ৩:৩০ টা থেকে ৪:৩০ টা পর্যন্ত শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য (ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত) রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। উক্ত রচনার বিষয় হচ্ছে, কুরআন ও হাদীসের আলোকে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় বৃক্ষের গুরুত্ব, বন, বন্যপ্রাণী, পাহাড়-টিলার গুরুত্ব এবং জীববৈচিত্র সংরক্ষণ। রচনা প্রতিযোগিতার স্থান: পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়, সদর, মৌলভীবাজার।
আগ্রহী প্রতিযোগিদের দুপুর ৩:০০ টার মধ্যে প্রয়োজনীয় উপকরণসহ (কলম ও বোর্ড) উপস্থিত হতে হবে। খাতায় প্রতিযোগিদের নাম, মাদ্রাসার নাম, শ্রেণি, শাখা, মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখ করতে হবে। উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তর কাগজ সরবরাহ করবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ০৩ (তিন) জন প্রতিযোগিদের নাম আগামী ২৪ এপ্রিল, ২০২৫ খ্রি. তারিখ বিকাল ৪ ঘটিকার মধ্যে পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার এর ওয়েবসাইটে (doe.moulvibazar.gov.bd) ঘোষণা করা হবে এবং আগামী ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে। শুধুমাত্র বিজয়ী প্রতিযোগিরা কোন শ্রেণিতে অধ্যয়নরত রয়েছেন তার প্রমাণক/প্রমাণপত্র দাখিল করতে হবে।
জেলা পর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ০৩ (তিন) জন প্রতিযোগি বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।
বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ০৩ (তিন) জন প্রতিযোগি জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস