Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিশ্ব পরিবেশ দিবস, ২০২৫ উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতার আহবান।
বিস্তারিত

বিশ্ব পরিবেশ দিবস, ২০২৫ উপলক্ষে আগামী ২৩ এপ্রিল, ২০২৫, বুধবার, বিকাল ৩:৩০ টা থেকে ৪:৩০ টা পর্যন্ত শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য (ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত) রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। উক্ত রচনার বিষয় হচ্ছে, কুরআন ও হাদীসের আলোকে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় বৃক্ষের গুরুত্ব, বন, বন্যপ্রাণী, পাহাড়-টিলার গুরুত্ব এবং জীববৈচিত্র সংরক্ষণ। রচনা প্রতিযোগিতার স্থান: পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়, সদর, মৌলভীবাজার।

আগ্রহী প্রতিযোগিদের দুপুর ৩:০০ টার মধ্যে প্রয়োজনীয় উপকরণসহ (কলম ও বোর্ড) উপস্থিত হতে হবে। খাতায় প্রতিযোগিদের নাম, মাদ্রাসার নাম, শ্রেণি, শাখা, মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখ করতে হবে। উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তর কাগজ সরবরাহ করবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ০৩ (তিন) জন প্রতিযোগিদের নাম আগামী ২৪ এপ্রিল, ২০২৫ খ্রি. তারিখ বিকাল ৪ ঘটিকার মধ্যে পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার এর ওয়েবসাইটে (doe.moulvibazar.gov.bd) ঘোষণা করা হবে এবং আগামী ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে। শুধুমাত্র বিজয়ী প্রতিযোগিরা কোন শ্রেণিতে অধ্যয়নরত রয়েছেন তার প্রমাণক/প্রমাণপত্র দাখিল করতে হবে।

জেলা পর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ০৩ (তিন) জন প্রতিযোগি বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।

বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ০৩ (তিন) জন প্রতিযোগি জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।

প্রকাশের তারিখ
21/04/2025
আর্কাইভ তারিখ
30/06/2026